ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লন্ডন-ওয়াশিংটন মিশনের প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
লন্ডন-ওয়াশিংটন মিশনের প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

 
ঢাকা: যুক্তরাজ্যের লন্ডন ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মিশনের প্রেস মিনিস্টারের  চুক্তি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) তাদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চুক্তি বাতিল করা এ দুই প্রেস মিনিস্টার হলেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) মো. আশিকুন নবী চৌধুরী এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) এ জেড এম সাজ্জাদ হোসেন।

এর আগে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও কোলকাতা মিশনের প্রেস সচিব রঞ্জন সেনের চুক্তি বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
টিআর/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।