ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

ঢাকা: বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিজিবির উদ্যোগে আজ বন্যাদুর্গত এলাকার ৩ হাজার ২৬৬টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও ৮৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বন্যাদুর্গত ফেনী সদরে ১ হাজার ১৯৫টি, ফুলগাজীতে ২০০টি, পরশুরামে ৬০০টি, ছাগলনাইয়ায় ৫০০টি, সোনাগাজীতে ১৫০টি ও দাগনভূঁঞায় ১০০টি পরিবারসহ ফেনী জেলায় ২ হাজার ৭৪৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।  

অপরদিকে কুমিল্লার বুড়িচংয়ে ৩১০টি, নোয়াখালীর সোনাইমুড়িতে ২০০টি ও রাঙামাটির বরকলে ১১টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।  

এছাড়া বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত নোয়াখালীর সোনাইমুড়িতে ৫৫০ জন ও ফেনীর ছাগলনাইয়ায় ৩১০ জনসহ মোট ৮৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।