ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কারাভোগ শেষে আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরলেন তরুণ-তরুণী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
কারাভোগ শেষে আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরলেন তরুণ-তরুণী

ব্রাহ্মণবাড়িয়া: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশি তরুণ-তরুণী কারাভোগ শেষে দেশে ফিরেছেন।

বুধবার (৯ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন।

 

এরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার সুব্রত ভট্টাচার্য (২১) ও অপরজন জান্নাত আক্তার (১৯) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা।

ভারতের ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে তারা দেশে ফেরেন।  

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম, বিজিবির আইসিপি পোস্ট কমান্ডার মো. রুহুল আমিনের কাছে তাদের হস্তান্তর করেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা মো. ওমর শরীফ।

সুব্রত ভট্টাচার্যের মা সাংবাদিকদের বলেন, আমি পোশাক কারখানায় কাজ করি। আমাদের আর্থিক অবস্থা খারাপ বিধায় ছেলেকে একটা আশ্রমে পড়াশোনা করার জন্য দেওয়া হয়। একদিন রাতে ফোন আসে আমার ছেলে ভারতে। ফোন পেয়ে আমি দিশেহারা হয়ে যাই। সে ওখানে থাকার প্রায় দশ মাস আমি পাগলপ্রায় ছিলাম। আমার স্বামীও অসুস্থ। কোথায় যাবো, কি করবো বুঝে উঠতে পারছিলাম না। এতদিন পর ছেলেকে পেয়ে আমি আনন্দিত।

দেশে ফেরা সুব্রত ভট্টাচার্য জানান, তিনি দশ মাস আগে রামগড় সীমান্ত পথে পুরোহিত বিদ্যার্জনের জন্য ভারত যান। সেখানে তিনি বিএসএফের হাতে আটক হন।  

জান্নাত আক্তার জানান, পরিচ্ছন্নতা কাজের জন্য দালালের মাধ্যমে তিনি ভারতে যান। সিলেটের খোয়াই সীমান্ত পথে তিনি গিয়েছিলেন। দেশে ফিরতে পেরে তিনি খুব খুশি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।