ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বন্যার্তদের পাশে ঢাকা কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
বন্যার্তদের পাশে ঢাকা কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যাকবলিতদের পাশে দাঁড়িয়েছে ঢাকা কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটির সদস্যদের সহায়তায় দুর্গতদের মাঝে এক ট্রাক ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ঢাকা কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রোমেল, অন্যতম সমন্বয়ক জাহাঙ্গীর প্রধান ও সদস্য রাজু হোসেন সংগঠনের পক্ষে ত্রাণসামগ্রী পৌঁছে দেন কুমিল্লার মনোহরগঞ্জের বেরনাইয়া এলাকার ছনুয়া গ্রামে।

স্থানীয়ভাবে সহায়তা করেন ৪নং উত্তর জলম, মনোহরগঞ্জ-এর জনপ্রতিনিধি শাহ আলম, স্থানীয় সাংবাদিক সাত্তার পাটোয়ারী, ঢাকা কলেজ ইসলামের ইতিহাস বিভাগের ইউসুফ, স্থানীয় বাসিন্দা ফারুক, মুন্সী পাটোয়ারী ও জলম গ্রামের জনতা।

অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের দুর্যোগকালে এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা প্রদানে সংগঠনটি সদা তৎপর। সংগঠনের সব সদস্য দেশের সেবায় সর্বদা ঐক্যবদ্ধ।

ভারত থেকে নেমে আসা ঢল আর প্রবল বর্ষণে গত ১৯ আগস্ট থেকে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলায়। সরকারি হিসাব মতে, এ বন্যায় ৫২ জনের মৃত্যু হয়েছে।

বন্যায় প্লাবিত উপজেলা ৬৪টি এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৪৮৬টি। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭।

বন্যা দুর্গত এসব মানুষ এখনো মানবেতর জীবন যাপন করছেন। সরকারের পাশাপাশি তাদের সহায়তায় ত্রাণ, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংস্থা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।