ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসু মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৩০ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় দ্রুত পথচারীরা বাসুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। বাসু নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

নিহত বাসুর ভাতিজা মো. শাকিল জানান, তিন ছেলের জনক বাসু মিয়া। তার ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। খিলগাঁও বড় বটতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। পেশায় তিনি ছিলেন অটোরিকশাচালক।

তিনি জানান, অধিকাংশ সময় রাতে নিজের অটোরিকশা চালাতেন বাসু। গতরাতেও বাসা থেকে বের হয়েছিলেন রিকশা নিয়ে। এরপর ভোরের দিকে তার ফোন নম্বর থেকে পথচারীরা ফোন কল করে জানান, খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেছেন। এমন খবর শুনে স্বজনরা ঢামেক হাসপাতালে এসে রক্তাক্ত অবস্থায় বাসুকে দেখতে পান।

অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় তিনি তাতে বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকে এবং পেটে ছুড়িকাঘাত করেছে বলে ধারণা স্বজনদের।

চিকিৎসকের বরাত দিয়ে বাসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।