ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লিয়াকত হোসেনের মায়ের মৃত্যুতে বসুন্ধরা চেয়ারম্যানের শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
লিয়াকত হোসেনের মায়ের মৃত্যুতে বসুন্ধরা চেয়ারম্যানের শোক 

বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক মো. লিয়াকত হোসেনের মা বেগম পারুল আহমেদ ইন্তেকাল করায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।  

এক শোক বার্তায় তিনি বলেন, বেগম পারুল আহমেদের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের সকল সদস্য এবং আমার পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং এই অপূরণীয় শোক কাটিয়ে ওঠার জন্য আল্লাহ্পাক মরহুমার পরিবারের সদস্যদের সবরে জামিল নসিব করুন, এই দোয়া করি।

উল্লেখ্য, বেগম পারুল আহমেদ রোববার (সেপ্টেম্বর ১, ২০২৪) ভোর ৩টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্বামী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।