ঢাকা: শনিবার (৭ সেপ্টেম্বর) দীর্ঘ সাত ঘণ্টা অবরোধের পর রোববার (৮ সেপ্টেম্বর) ফের শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ৩৫ প্রত্যাশীরা।
শনিবার রাতে আন্দোলনের সংগঠক মোশাররফ পাঠান এ তথ্য জানিয়েছেন।
শনিবার দুপুর দেড়টায় শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে শাহবাগ চত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি প্রতিনিধিদল আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে যান।
এক ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে শাহবাগে এসে শিক্ষার্থী সমন্বয় পরিষদের সংগঠক মোশাররফ পাঠান বলেন, আমরা আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছি। তবে স্যার জরুরি কাজে বের হয়ে গেছেন। তার পিএসের বরাতে আমাদের জানিয়েছেন, আগামী সাত থেকে দশদিনের মধ্যে বৈষম্যহীন কমিশন গঠনের মাধ্যমে চাকরিতে বয়সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, এ আশ্বাস পেয়ে আমরা আজকের মতো অবরোধ প্রত্যাহার করছি। রোববার সকাল থেকে আমরা ফের শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবো।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এফএইচ/আরবি