মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে দুই রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘পুশব্যাক’ (দেশের সীমানায় ফেরত) করেছে। পরে দুই রোহিঙ্গাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ সেপ্টেম্বর) জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের এক বাজার থেকে দুই রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়। আটক দুই রোহিঙ্গা হলেন, কুতুপালংয়ের ১৮ নাম্বার ক্যাম্পের আলী আকবরের ছেলে মোস্তাফিজুর রহমান ও আমান উল্লার মেয়ে আসমা বিবি। বাংলাদেশি তিনজন হলেন, খুলনার তেরখাদার আজুপাড়া গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে আবু হানিফ সরকার, মেয়ে নীলিমা খাতুন ও আবু হানিফ সরকারের স্ত্রী একই গ্রামের নজরুল হাওলাদারের মেয়ে সুমাইয়া আক্তার।
থানা সূত্র জানা যায়, ইমরান নামের এক দালালের মাধ্যমে জনপ্রতি আট হাজার টাকা চুক্তিতে তারা সীমান্ত অতিক্রম করেন। তারা ওই দালালকে টাকা পরিশোধ করেননি। রোহিঙ্গা দুইজন কুমিল্লা বর্ডার দিয়ে ৬ সেপ্টেম্বর ভারতে প্রবেশ করেন। বাংলাদেশি তিনজন খাগড়াছড়ির মাটিরাঙ্গা হয়ে ৪ সেপ্টেম্বর ভারতে প্রবেশ করেন। তারা আগরতলায় ভারতীয় পুলিশের কাছে আটক হয়। পরে পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ রাতে জুড়ীর লাঠিটিলা সীমান্তের নদী দিয়ে তাদের বাংলাদেশে পুশব্যাক করায়।
আটক দুই রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে এবং তিন বাংলাদেশির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের কথা হবে বলে জানান জুড়ীর ওসি মেহেদী হাসান।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
বিবিবি/এএটি