ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যে মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
যে মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা: খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার 

তিনি জানান, রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে ক্রসফায়ারে হত্যার অভিযোগে একটি মামলা হয় ৩ সেপ্টেম্বর।

আরও পড়ুন: ছাত্রদল নেতার মৃত্যুতে মামলা, সাবের হোসেন-আছাদুজ্জামানসহ আসামি ৬২

মামলায় ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়। নিহত জনির বাবা ইয়াকুব আলী বাদী হয়ে রাজধানীর খিলগাঁও থানায় মামলাটি করেন।  

আর এ মামলায় আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।