ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা দিল সেনাবাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা দিল সেনাবাহিনী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বেড়িবাঁধ এলাকার বকুলতলা গ্রামে সদর উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় ধানের চারা বিতরণ করেন সেনাবাহিনীর ১৭ ফিল্ড আর্টিলারি সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মেজর জিয়া উদ্দিন আহমদ, ক্যাপ্টেন শাহ মোহতাসিম রহমান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ২১ দিনে জেলার ৯০ ভাগ প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ১৮ হাজার বসতঘর। দেখা দিয়েছে ওয়াপদা ও রহমতখালী খালের ভাঙন, কৃষিখাতে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি।

লক্ষ্মীপুরে চলমান বন্যায় ১ লাখ ৫৭ হাজার ২০৯ জন কৃষকের ২২৭ কোটি ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশ ধান, আমনের বীজতলা ও রোপা আমনের ক্ষেত। এছাড়া শরৎকালীন শাকসবজি, ফলগাছসহ কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।