ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বাসচাপায় দাদি-নাতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
কুমিল্লায় বাসচাপায় দাদি-নাতি নিহত

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারে সময় বাসচাপায় এক শিশু ও তার দাদি নিহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মহাসড়কের বুড়িচংয়ের কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার রাচিয়া এলাকার আরব রহমানের স্ত্রী রাজিয়া বেগম ও তার পাঁচ বছরের নাতি ইসমাইল হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কের কালাকচুয়া এলাকায় মারুতি গাড়ি থেকে নেমে দাদির হাত ধরে রাস্তা পার হচ্ছিল নাতি। এসময় ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের দ্রুত গতির একটি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হন।

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।