ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

২ দিনে কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে এলো ৬ মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
২ দিনে কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে এলো ৬ মরদেহ প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোরবার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূলে এই মরদেহটি ভেসে আসে।

বিষয়টি নিশ্চিত করেন সি সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওসমান গণি।  

এটিসহ এ পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। এর আগে শুক্রবার ও শনিবার বিভিন্ন সময় ৫ জেলের মরদেহ ভেসে আসে।  

মোহাম্মদ ওসমান গণি জানান, রোববার সকালে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা লাইফ গার্ড কর্মি ও প্রশাসনের সংশ্লিষ্টদের খবর দেন। পরে বিচ কর্মীসহ লাইফগার্ড কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের একটি সেখানে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিক মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এটি ট্রলার ডুবার ঘটনায় নিখোঁজ জেলের একজন বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছ ধরতে গিয়ে  ৮ টি ফিশিং ট্রলার ঝড়ো হাওয়ার কবলে পড়ে।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এসবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।