ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মাদারীপুর শহরের অধিকাংশ রাস্তাঘাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মাদারীপুর শহরের অধিকাংশ রাস্তাঘাট

মাদারীপুর: টানা বৃষ্টিতে মাদারীপুর শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। বসত-বাড়িতে পানি ঢুকে পড়ায় পানিবন্দি হয়ে পড়েছেন অনেকেই।

এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, গত দুইদিন ধরে মুষলধারে বৃষ্টিপাত মাদারীপুর জেলাজুড়ে। গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুই দিনে ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রোববার (১৫ সেপ্টেম্বর) দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.০০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০৮ ডিগ্রি সেলিসিয়াস রয়েছে। টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের ফুড অফিসের মোড়, নিরাময় হাসপাতাল রোড, কালিবাড়ি সড়ক, ইউআই স্কুল সড়ক, বাতামতলা রোড, শহীদ মানিক সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরি রোড, তরমুগরিয়াসহ বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানি নামতে দীর্ঘসময় লাগবে বলে ধারণা স্থানীয়দের। সড়ক ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে ভোগান্তিতে বাসিন্দারা।

এদিকে গত দুইদিন ধরে জেলায় বেড়েছে লোডশেডিং। শহরের কিছুটা সময় বিদ্যুৎ থাকলেও গ্রামাঞ্চলে তীব্র আকার ধারণ করেছে লোডশেডিংয়ের মাত্রা। এতে ব্যাহত হচ্ছে নিত্যদিনের কার্যক্রম।  

নিরাময় হাসপাতাল রোডের ওষুধ ব্যবসায়ী জাহিদ হাসান বলেন, বৃষ্টিতে শহরের রাস্তাঘাট অলিগলি তলিয়ে গেছে। এমন অবস্থায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানি নামতে না পারায় দুর্ভোগ বেড়েছে।

অহিদুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, বৃষ্টি হলেই শহরের পানি জমে যায়। দ্রুত পানি অপসারণের জন্য উদ্যোগ নেওয়া উচিত। তা না হলে আগামীতে দুর্ভোগ আরও বাড়বে।

মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস জানান, বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় কয়েকটি সড়কে পানি জমেছে। আস্তে আস্তে পানি নেমে যাবে। শহরের বিভিন্ন এলাকায় এখনও উন্নত ড্রেনেজ ব্যবস্থা নেই, তাই বৃষ্টির পানি নামতে সময় লাগছে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা হলে শহরবাসীর এই দুর্ভোগ থাকবে না।

মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ১৬৬ মিলিমিটার ও তার আগের ২৪ ঘণ্টায় ৪৮ মিলিমিটারসহ দুইদিনে মোট ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার রাত থেকে জেলার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পরে আস্তে আস্তে স্বাভাবিক হবে সবকিছু।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।