ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানক্ষেতে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
ধানক্ষেতে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাস্তার পাশের ধানক্ষেত থেকে রমজান আলী (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একদিন আগে নিখোঁজ হয়েছিলেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

মৃত রমজান আলীর বাড়ি ওই ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামে।  

পুলিশ জানায়, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি রমজান আলী। বুধবার সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারী এলাকায় রাস্তার পাশের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

স্থানীয়দের ধারণা, রাতে পথ চলার সময় তিনি মারা গেছেন।  

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।