ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

উজিরপুরে মাথায় গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, সেপ্টেম্বর ১৮, ২০২৪
উজিরপুরে মাথায় গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুরে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মৃত সোহাগ হোসেন (৩২) উজিরপুর উপজেলার দক্ষিণ হারতা ৯নং ওয়ার্ডের মো. মজিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কাটার সময় গাছের অংশ সোহাগের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।  

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ওই যুবকের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম বইছে বলে জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম তালুকদার।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।