ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আখাউড়ায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের সড়ক বাজার ও বাইপাস সড়ক এলাকায় আখাউড়া উপজেলা প্রশাসন ও রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন সড়ক বাজার ও বাইপাস এলাকায় রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয়রা। এ অবস্থায় জায়গা উদ্ধারে দুপুরে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগকে নিয়ে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত ফল ও মুদি দোকান এবং বাস কাউন্টার ও যাত্রী ছাউনি উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।