ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
গাজীপুরে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার নলজানী গ্রামে পুকুরের পানিতে ডুবে রিফাত (৮) নামে মাদরাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত নলজানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার বাবা সৌদি প্রবাসী। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, রিফাত তার মায়ের সঙ্গে নলজানী গ্রামে বসবাস করে। তার বাবা সৌদি প্রবাসী। বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে যায় রিফাত। খেলা শেষে সে পুকুরের পানিতে হাত-পা ধুতে যায়। এ সময় হঠাৎ পানিতে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। পরে তার বন্ধুরা পুকুরে পড়ে নিখোঁজ হওয়ার বিষয়টি তার মাকে জানায়। একপর্যায়ে তার মা ও স্থানীয়রা ওই পুকুরে পানিতে নেমে খোঁজাখুঁজি করে। পরে প্রায় ৩ ঘণ্টা পর পুকুরটি থেকে রিফাতে মরদেহ উদ্ধার করা হয়।

ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।