ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বত্য চট্টগ্রামে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো: উপদেষ্টা হাসান আরিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
পার্বত্য চট্টগ্রামে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো: উপদেষ্টা হাসান আরিফ

রাঙামাটি: স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি থাকবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।

উপদেষ্টা হাসান আরিফ আরও বলেন, বৈঠকে সবাই একটি কথা বলেছে- বাইরে থেকে একটি পক্ষ আমাদের সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আশা করছি রাঙামাটি একটি সুন্দর সম্প্রীতির শহর হিসেবে বাংলাদেশে তথা সারাবিশ্বে উদারহণ সৃষ্টি করবে।  

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাঙামাটির সংঘাতের ঘটনা নিয়ে রিজিয়নের প্রান্তিক হলে জেলার স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি একথা বলেন।

এর আগে দুপুরে সংঘাতের ঘটনা নিয়ে রাঙামাটির স্থানীয় নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন উপদেষ্টারা।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে সংঘাতের ঘটনায় পরিবহন ভাঙচুর এবং চালকদের মারধরের প্রতিবাদে আজ সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার পৌর শহরে ১৪৪ ধারা জারি রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে সংঘাতের ঘটনার জেরে পাহাড়িরাও আজ সকাল থেকে তিন পার্বত্য জেলার সড়ক ও নৌপথে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে রাঙামাটিতে সংঘাতের ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের ৫৩জন আহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।