ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সহিংসতার মামলায় শ্রীপুর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
সহিংসতার মামলায়  শ্রীপুর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

 

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের জামতলা টাওয়ার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান মকবুর হোসেন মৃধা ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলার পলাতক আসামি। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে মকবুল হোসেন মৃধা রাজশাহীর বাগমারা উপজেলার খয়রার বিলে মৎস্যজীবী হত্যাসহ একাধিক মামলার আসামি।

দীর্ঘদিন চেয়ারম্যান থাকায় তিনি নিজ এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলেন। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় লোকজন তার শাস্তির দাবিতে মিছিল করেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।