বান্দরবান: খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতের ঘটনায় ‘সিএইচটি ব্লকেড’ নামে তিন পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ নামে সংগঠন।
অবরোধের তৃতীয় দিন সোমবার (২৩ সেপ্টেম্বর) বান্দরবানে অবরোধ বাস্তবায়নে কোনো কর্মসূচি দেখা যায়নি। জীবনযাত্রা স্বাভাবিক থাকায় ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা সবকিছু খোলা রয়েছে। অবরোধ না থাকায় বান্দরবান থেকে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারমুখী সব ধরনের গণপরিবহণ যথানিয়মে চলাচল করছে।
এছাড়াও বান্দরবানের উপজেলা রুমা, রোয়াংছড়ি, থানচিসহ সাত উপজেলার সড়কেও যথাসময়ে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের কোনো প্রভাব নেই বান্দরবানে। তবে বান্দরবান থেকে বাঙ্গালহালিয়া, কাপ্তাই ও রাঙ্গামাটি সড়কে যাত্রীর সংখ্যা কম থাকায় বান্দরবান-রাঙ্গামাটির সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এই সড়কে বাস বন্ধ থাকলেও ছোট ছোট জিপ গাড়ি ও সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করছে।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা সদরসহ উপজেলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছে।
অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসএম