ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে প্রায় আড়াই কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক এক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
বেনাপোল সীমান্তে প্রায় আড়াই কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক এক জব্দ স্বর্ণের বার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ কদম আলী (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক কদম আলী বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেনাপোল বাজার দিয়ে এক মোটরসাইকেল আরোহী বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে তার দেহ তল্লাশি করলে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৮ লাখ টাকা। আটক ব্যক্তির নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।