বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ কদম আলী (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কদম আলী বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আজিজুর রহমানের ছেলে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেনাপোল বাজার দিয়ে এক মোটরসাইকেল আরোহী বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে তার দেহ তল্লাশি করলে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৮ লাখ টাকা। আটক ব্যক্তির নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আরএ