ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের স্থান পরিবর্তন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের স্থান পরিবর্তন

ঢাকা: আগামী ১ অক্টোবর থেকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের স্থান পরিবর্তন হচ্ছে। এর নতুন ঠিকানা হচ্ছে,  ৩১-১০ ৩৭তম অ্যাভিনিউ, স্যুইট- ২০১ (২য় তলা) লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক-১১১০১।

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের কনস্যুলেট অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, নতুন ঠিকানাটি বর্তমান ঠিকানার খুবই সন্নিকটবর্তী। আগামী ১ অক্টোবর নতুন ভবনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তার কর্মকর্তা-কর্মচারীসহ লজিস্টিক, সেবা প্রদান সংক্রান্ত সুযোগ-সুবিধাসহ পূর্ণরূপে সক্রিয় থাকবে। বাংলাদেশ কনস্যুলেট সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য সবাইকে বাংলাদেশের কনুস্যলেট জেনারেলের ওয়েবপেজ (www.bdcgny.org) ও ফেসবুক একাউন্ট (Consulate General of Bangladesh, New York)  ফলো করতে আন্তরিকভাবে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।