ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে ৩২ চোরাই মহিষ আটক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
সিলেট সীমান্তে ৩২ চোরাই মহিষ আটক 

সিলেট: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশর অভ্যন্তরে আনা ৩২টি মহিষ আটক করেছে বিজিবি।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)  ভোরে উপজেলার বিরাইমারা হাওর থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া মহিষগুলো আটক করে বিজিবি ৪৮ ব্যাটালিন শ্রীপুর বিওপির জওয়ানরা।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সিলেট মিনাটিলার বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযানে চোরাই মহিষ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৪০ হাজার টাকা হবে, জানানো হয়। আটক মহিষগুলো কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।  

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ