ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ২২ মেট্রিকটন ইউরিয়া সার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
কুষ্টিয়ায় ২২ মেট্রিকটন ইউরিয়া সার জব্দ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে অবৈধভাবে নিয়ে আসা ২২ মেট্রিকটন (৪৪০ ব্যাগ) ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সার বীজ মনিটরিং কমিটি জব্দ করা সার নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে মিরপুর পৌরসভার মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ মোড়ের সার ব্যবসায়ী মনিরুজ্জামান অবৈধভাবে ৪৪০ বস্তা ইউরিয়া সার ট্রাক থেকে তার গোডাউনে রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয় জনতার সন্দেহ হলে তারা কৃষি অফিসে খবর দেন। পরে উপজেলা কৃষি অফিসের লোকজন গিয়ে ইউরিয়া সারের বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু ব্যবসায়ী সারের বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি। পরে তাকে লিখিত নোটিশ পাঠানো হয়।

তিনি নোটিশের জবাবে স্বীকার করেন যে তিনি অবৈধভাবে সার এনেছিলেন।

এ ব্যপারে উপজেলা সার বীজ মনিটরিং কমিটির জরুরি সভায় সার ব্যবসায়ী মনিরুজ্জামানের সার বিক্রির কার্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এবং জব্দ করা সার নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।