ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নগরকান্দার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন নজরুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
নগরকান্দার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন নজরুল ইসলাম

ফরিদপুর: মাধ্যমিক পর্যায়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়।

এর আগে বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  

জানা গেছে, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নজরুল ইসলামকে পুরস্কৃত ও সম্মানিত করা হবে।

এব্যাপারে শিক্ষক নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, যে কোনো পুরস্কারই কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। স্বীকৃতি পেলে দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি সামনে দিনগুলোতে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।