ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাছ ধরার জাল চুরির অভিযোগে দিনাজপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
মাছ ধরার জাল চুরির অভিযোগে দিনাজপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ  প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরে মাছ ধরার জাল চুরির অভিযোগে তৌহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাউগাঁও হাটখোলা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এর আগে এদিন দুপুরে তাকে জাল চুরির অভিযোগে কয়েকজন যুবক পিটিয়ে গুরুতর আহত করে।  

নিহত তৌহিদুর রহমান ওই গ্রামের মৃত মেহেরাব আলীর ছেলে। তিনি একজন ট্রাক্টর চালক ছিলেন বলে জানা গেছে।  

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ায় অনেকেই মাছ ধরার জন্য জাল বসিয়েছিলেন। নদীতে মাছ ধরার জাল চুরির অভিযোগ এনে ওই এলাকার কয়েকজন যুবক শুক্রবার দুপুরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় বাসার দিকে ফেলে রেখে চলে যান। এ ঘটনার কিছুক্ষণ পরে বাড়িতেই তার মৃত্যু হয়।  

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।