ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে টিটুল মোল্লা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাট্টাইধোবা বাসস্ট্যান্ড এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ভ্যানচালক টিটুল মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা চরপাড়া গ্রামের মৃত. মো. রকমান মোল্যার ছেলে।

আহতরা হলেন- কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের মো. রাজ্জাক মিয়ার ছেলে ইজিবাইক চালক মো. আকবর মিয়া ও ইজিবাইকের অজ্ঞাত নারী যাত্রী।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ভাট্টাইধোবা বাসস্ট্যান্ড ইজিবাইক থেকে যাত্রী নামছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পাশে থাকা ভ্যানের ওপরে আছড়ে পড়ে। এতে ভ্যানচালক টিটুল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।  

ঘাতক ট্রাককে ভাটিয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।