ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
মাগুরায় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

মাগুরা: মাগুরায় অভ্যন্তরীণ সড়কে তিন চাকার ইজিবাইক থ্রি হুইলার বন্ধের দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি মোটর শ্রমিক ইউনিয়ন।  

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে মাগুরার বিভিন্ন রুটে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

তবে অনেকেই থ্রি হুইলার ইজিবাইক অটোরিকশায় করে গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। এতে একদিকে বেড়েছে গাড়ি ভাড়ার ব্যয় অন্যদিকে অপচয় হচ্ছে সময়।

জেলা বাস মালিক সমিতির নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মাগুরা বুনাগাতি শ্রীপুর, নড়াইল ও মোহাম্মদপুর সড়কে থ্রি হুইলার তিন চাকার যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় চার উপজেলা বিভিন্ন অভ্যন্তরীণ রুটে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

মাগুরা থেকে মোহাম্মদপুর গামী মো. গোলাম শেখ নামের এক যাত্রী বলেন, মাগুরায় দীর্ঘদিন ধরে তিন চাকার যান ও বাস চলাচলের নিষেধাজ্ঞা দাবি করছিলেন বাস মালিক সমিতি। সড়কে ইজিবাইক থ্রি হুইলার বেশি চলাচল করায় বিভিন্ন স্থান থেকে যাত্রী উঠা নামানোর কারণে বাসের যাত্রী কমে যাচ্ছে যে কারণে বাস মালিক শ্রমিকরা লোকসানের মুখে পড়ছে।

লাবিবা নামের একটি বাস মালিক হোসেন আলী বলেন, এক মাস হয়েছে আমি আমার এই বাসটিতে ৬০ হাজার টাকা খরচ করেছি এখনও খরচের টাকা তুলতে পারিনি। প্রতিদিনই গাড়ি ডেমারেজ দিতে হচ্ছে। তার ওপর ইজিবাইক, সিএনজি ও থ্রি হুইলারের কারণে বাসে যাত্রী কমে গেছে। ফলে শ্রমিকদের পারিশ্রমিকে দিতে পারছি না। তাই বাস চলাচল বন্ধ করে দিয়েছি।  

মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন বলেন, দীর্ঘদিন অভ্যন্তরীণ রোডগুলোতে থ্রি হুইলার যান চলাচল করছে। ফলে বাস মালিক শ্রমিকরা ব্যবসায় চরমভাবে হুমকির মুখে পড়েছে। তারা শ্রমিকদের মজুরিসহ গাড়ির ডেমারেজি তুলতে পারছেন না। বাসে যাত্রী না থাকায় দিন দিন লোকসানের মুখে পড়ছেন তারা। এ কারণে মাগুরা জেলার সব অভ্যন্তরীণ আঞ্চলিক সড়কগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা,সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।