ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাত বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দরোবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার ছেলে এবং হোসাইন ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নামে আবু বক্কর ও হোসাইন। এসময় তারা পানিতে তলিয়ে যায়। পরে তাদের না দেখতে পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।