ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল ডাংরি এলাকায় দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- নান্দাইল উপজেলার দশালিয়া গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক ফিরোজ মিয়া (৪০) ও অটোরিকশার যাত্রী সুতারাটিয়া গ্রামের বাসিন্দা বাদল (৩৫)। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।  

নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বকুল সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।