ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামুতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতিসহ নানা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
রামুতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতিসহ নানা দাবি

কক্সবাজার: শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ করার দাবিতে কক্সবাজারের রামুতে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা।

বুধবার (২ অক্টোবর) বিকেলে রামু উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে রামু উপজেলা বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ।

এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।

শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ করার দাবিতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুলের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন শিক্ষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত হওয়ার পর চাকরি শেষে সহকারী শিক্ষক হিসেবেই অবসর গ্রহণ করেন। পদোন্নতির কোনো ব্যবস্থা নেই। একইভাবে প্রধান শিক্ষকরাও নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে প্রধান শিক্ষক হিসেবেই অবসর গ্রহণ করতে হয়। এর চেয়ে বৈষম্য আর কিছু হতে পারে না।

অথচ অতীতে এসএসসি পাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হতো, যা বর্তমানে স্নাতক-স্নাতকোত্তর। শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পদোন্নতি না থাকা ও কম গ্রেডের বেতন দেওয়া বড় ধরনের বৈষম্য।

বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে দেশের সার্বিক কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সরকারের কাছে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাণের দাবি শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ যেন অবিলম্বে কার্যকর করা হয়। এতে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের বহুদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হবে, তেমনি শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হবে।

রামু উপজেলা বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আহ্বায়ক লোকমানুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ছৈয়দ নুরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টারা যথাক্রমে প্রধান শিক্ষক এনামুল হক, প্রধান শিক্ষক রমজান আলী, প্রধান শিক্ষক সুরজিত বড়ুয়া ক্যালসন, প্রধান শিক্ষক তাজু উদ্দিন, প্রধান শিক্ষক বিভাষ বড়ুয়া, প্রধান শিক্ষক বশির আহমদ, প্রধান শিক্ষক শামসুল আলম, সদস্য জয়নুল আবেদিন, আনছার উদ্দিন, সনজিত বড়ুয়া, আতিকুর রহমান, আবু কাওছার, মোহাম্মদ কামাল, ওবাইদুল হক, তাজ উদ্দিন ও হেলাল উদ্দিন, নিরুপমা বড়ুয়া, মাহবুবা ইয়াছমিন, নাছিমা খানম, বর্ণা বড়ুয়া, জেবুল হাকিম, মো. শওকত ওসমান, শাপলা বড়ুয়া, আইয়ুব আলী, মো. বখতিয়ার উদ্দিন, শফিউল আলম, ওসমান সরওয়ার কামাল ভুট্টো, দেলোয়ার হোসাইন, আমিন উদ্দিন, আহসান হাবিব, নুরুল আজিম ও নাছির উদ্দীন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।