ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
বাড্ডায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১

ঢাকা: রাজধানীর বাড্ডায় আসাদ মিয়া (৩২) নামে এক যুবক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি সিএনজি অটোরিকশাচালক।

তবে তিনি মাদকাসক্ত বলে জানা যায়।

সোমবার (৭ অক্টোবর) ভোরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়। থাকেন মধ্য বাড্ডা।

আহতের প্রতিবেশি আলআমিন জানান, সকালে আসাদের ফোন থেকেই কেউ একজন ফোন করে জানান, বাড্ডা এলাকায় ছিনতাইকারীরা আসাদকে ছুরি মেরেছে। পরবর্তীতে তারা গিয়ে বাড্ডা সাঁতারকুল রহমতুল্লাহ গার্মেন্টসের সামনে থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রিকশায় করে সেখানে এসেছিলেন আসাদ।

আহত আসাদ জানান, বাসা থেকে ভোরে গ্যারেজে যাচ্ছিলেন তিনি। পথে মধ্য বাড্ডা আদর্শনগর মোড়ে ৩ জন যুবক তাকে ছুরিকাঘাত করে। এদের মধ্যে একজন তার পূর্ব পরিচিত। ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৩৮শ টাকা ও একটি ফোন নিয়ে গেছে বলে অভিযোগ তার।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আসাদের বাম পায়ের উরুতে একটি আঘাত রয়েছে৷ তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ৭,২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।