ঢাকা: পরিচালন মুনাফায় আগের সব রেকর্ড ভেঙেছে সোনালী ব্যাংক পিএলসি। ২০২৪ সাল শেষে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা, যা বিগত বছরের চেয়ে ১ হাজার ৭৮৮ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শওকত আলী খান এ তথ্য জানান।
তিনি বলেন, ব্যাংকের আমানতের পরিমাণও বৃদ্ধি পেয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা হয়েছে, যা গত বছরের চেয়ে ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেশি।
২০২৪ সাল শেষে ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকামের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ৪২৫ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৯৪৯ কোটি টাকা বেশি। ২০২৩ সাল শেষে নেট ইন্টারেস্ট ইনকাম ছিল ৪৭৬ কোটি টাকা। ২০২৩ সালের তুলনায় শ্রেণিকৃত ঋণ ৩ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ২০২৩ সালের তুলনায় বিতরণকৃত ঋণের পরিমাণ কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
জেডএ/এমজেএফ