গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সোহানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ছাত্রলীগ সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নাশকতা করতে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় মিটিং করার প্রস্ততি নিচ্ছিল সোহান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে নাওজোড় হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোহান গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকার সামসুল হকের ছেলে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
আরএস/আরবি