ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

প্রশ্নফাঁসের অভিযোগ: সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, সেপ্টেম্বর ২৯, ২০২৫
প্রশ্নফাঁসের অভিযোগ: সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি মানববন্ধন।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধন থেকে তারা এই দাবি জানান।

এ সময় তারা বলেন, গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের কারণে বিতর্কিত হয়ে উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষাটি বাতিল ও পুনঃপরীক্ষার দাবি জানিয়েছেন।

শিক্ষকরা জানান, পরীক্ষার আগেই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়ে যায় এবং এ ঘটনায় ইতোমধ্যে দুজন আসামি গ্রেপ্তার হয়েছে। এমনকি পরীক্ষা চলাকালীনও কিছু পরীক্ষার্থীর সন্দেহজনক আচরণ শিক্ষকদের চোখে পড়ে।

তারা অভিযোগ করেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়ায় একাধিকবার শর্ত পরিবর্তন করা হয়েছে- কখনো ১০ বছরের অভিজ্ঞতা, আবার কখনো ১২ বছরের অভিজ্ঞতা, শেষ পর্যন্ত অভিজ্ঞতার শর্তই বাতিল করা হয়। ফলে বিভাগ বহির্ভূত প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

অভিযোগ ও তদন্ত চলমান থাকা অবস্থায়ই তড়িঘড়ি করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পরীক্ষায় অনুপস্থিত থেকেও কয়েকজনের নাম ফলাফলের তালিকায় এসেছে বলে অভিযোগ করেন শিক্ষকরা।

শিক্ষকরা ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ পরীক্ষার ফলাফল অবিলম্বে বাতিল করা; নতুন প্রশ্নপত্রে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে পুনঃপরীক্ষা নেওয়া; বিভাগ বহির্ভূত প্রার্থীদের আবেদন বাতিল ঘোষণা করার দাবি জানান।

শিক্ষকরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ন্যায্য দাবি উপস্থাপন করছি। যোগ্য প্রার্থীদের অধিকার রক্ষার্থে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ক নাঈম সিদ্দিকীসহ বায়তুল্লাহ মামুন, রিয়াজুল ইসলাম, গোলাম মুক্তাদির বক্তব্য দেন।

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।