ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ২১ কোটি টাকা মূল্যের অ্যাম্বারগ্রিসসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
টেকনাফে ২১ কোটি টাকা মূল্যের অ্যাম্বারগ্রিসসহ আটক ১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ২১ কোটি টাকা মূল্যের সোয়া আট কেজির বেশি ওজনের বিক্রয় নিষিদ্ধ তিমির বমি বা অ্যাম্বারগ্রিসসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বিজিবি জানায়, বিক্রয় নিষিদ্ধ এ তিমির বমি বা অ্যাম্বারগ্রিস থেকে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ওষুধ তৈরি করা হয়।

বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান অত্যন্ত বিরল ঘটনা।  

রোববার (৬ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তিমির বমিসহ পাচারকারীকে আটক করা হয়।  

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শামশুল আলম (৩৫) টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের নির আহমদের ছেলে।

মহিউদ্দীন আহমেদ বলেন, বিকেলে টেকনাফের শাহপরীরদ্বীপ বাজারপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে কিছু মালামাল আসবে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তিকে বস্তা কাঁধে আসতে দেখে সন্দেহ হলে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। লোকটি বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা বস্তাটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

পরে ওই বস্তা থেকে বিক্রয় নিষিদ্ধ আট কেজি ৩৯৮ গ্রাম অ্যান্বারগ্রিস বা তিমির বমি উদ্ধার করা হয়। এসব অ্যাম্বারগ্রিসের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির এ কর্মকর্তা বলেন, সোমবার (৭ অক্টোবর) সকালে উদ্ধার করা অ্যাম্বারগ্রিসগুলো বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বুরি) কক্সবাজারস্থ পরীক্ষাগারে পাঠানো হয়। পরে সেখানে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য ও শনাক্ত সম্পন্ন করা হয়।  

উদ্ধার অ্যাম্বারগ্রিসগুলো কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, আটক পাচারকারীর নামে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।