ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে অপহৃত ভিকটিম উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
খিলগাঁওয়ে অপহৃত ভিকটিম উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অপহৃত কিশোরী উদ্ধারসহ অহরহণকারী শাকিল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ভোর চারটায় কুষ্টিয়ার খোকসা থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।  
সোমবার (৭ অক্টোবর) খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা রুজু হয়।  

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার (২ অক্টোবর) সকালে খিলগাঁওয়ের বনশ্রীর বাসার সামনে থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে খিলগাঁও থানায় মামলাটি রুজু হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার ভোর ৪টায় কুষ্টিয়ার খোকসা থানার পাইকপাড়া মির্জাপুরে অভিযান চালিয়ে অপহরণকারী শাকিলকে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকেও উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet