ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
রামগঞ্জে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণ কাজ চলাকালে দেয়াল চাপায় শরীফ হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেফালীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ ইউনিয়নের সেফালিপাড়ার বাইন্নার বাড়ির মো. দুলাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে প্রতিবেশী এক প্রবাসীর বসতঘরের দেয়াল মেরামত করছিলেন শরীফসহ কয়েকজন শ্রমিক। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে পড়লে এর নিচে চাপা পড়েন শরীফ। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় শরীফকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

নির্মাণাধীন বাড়ির মালিক প্রবাসী নবী মিয়া বলেন, আমার বসতঘরের কাজ চলছে। প্রতিদিনই কাজ করতে আসেন শরীফ ও তার সহকারীরা। হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটবে সেটা কেউ চিন্তা করেনি।  

শরীফের বাবা দুলাল মিয়া বলেন, আমার একমাত্র সন্তান। তার আয় দিয়েই সংসার চলতো। এখন আমাদের কি উপায় হবে? 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারো কোনো গাফিলতিতে এ ঘটনা ঘটেছে কিনা, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।