ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুতুবদিয়ায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
কুতুবদিয়ায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক ছবি: প্রতীকী

ঢাকা: নৌবাহিনীর অভিযানে কক্সবাজারের কুতুবদিয়ায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাতকে আটক করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার (৮ অক্টোবর) কক্সবাজারের কুতুবদিয়া নৌ কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আলী আকবর ডেইল, তাবালের চর, কৈয়ারা বিল, উত্তর ধূরুং ও লেমশিখালী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে স্থানীয় জলদস্যু ও ডাকাত দলের চার সদস্য ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত, সুজা উদ্দিন, সাহেদ ও নেসারকে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি একনলা বন্দুক, একটি দেশীয় রাইফেল, ছয়টি কার্তুজ, আটটি তাজা গোলা, দুটি এমটি কার্টিজ, দুটি চাপাতি এবং উল্লেখযোগ্য সংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

এদের নামে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।