ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের ৬ ডিআইজিকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
পুলিশের ৬ ডিআইজিকে বদলি

ঢাকা: বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরের মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, পুলিশ সদর দপ্তরের মো. জিল্লুর রহমানকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে, পুলিশ সদর দপ্তরের ড. মো. নাজমুল করিম খানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, এসবির মীর আশরাফ আলীকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে, রেলওয়ে পুলিশের মো. আবদুল মালেককে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট ও রাজশাহী সারদা পুলিশ একাডেমির মো. গোলাম রউফ খানকে বদলি করা হয়েছে রেলওয়ে পুলিশে।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।