ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতির সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
রাঙামাটিতে সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতির সমাবেশ

রাঙামাটি: রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (৯ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, আমরা এক সৃষ্টিকর্তার সৃষ্টি। হানাহানি, হত্যা কোনো ধর্ম সমর্থন করে না। সব সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব।  

ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে এ সময় রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি নিরূপা দেওয়ান, কাঁঠালতলী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মাতৃ মন্দির পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক রনি ধর, বন্ধু যীশু টিলার ধর্মীয় গুরু মাইকেল রায়, বৌদ্ধ ধর্মাবলম্বী ডা. উক্রাচিং মারমা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।