ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

নীলফামারী: নীলফামারীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) নীলফামারী সদর, সৈয়দপুর ও ডোমার উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের সুখীপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় রেহেনা বেগম (৬০) নামে একজন পথচারী নিহত হন। রেহেনা স্বামীর সঙ্গে সুখীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে নীলফামারী সদরের টেংগনমারী ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় দেলোয়ার হোসেন (৬৫) নামে আরেক পথচারী নিহত হন বলে জানান সদর থানার ওসি এম আর সাঈদ। দেলোয়ার জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে।

এদিকে বুধবার বিকেল ৩টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা চৌপথি ময়নুলের মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় রোজিনা বেগম (৪০) নামে এক নারী ঘটনাস্থলে মারা যান। রোজিনা দিনাজপুরের বিরামপুর উপজেলার কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়া এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।