ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জলঢাকায় ‘গ্রেপ্তার আতঙ্কে’ হৃদরোগে আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
জলঢাকায় ‘গ্রেপ্তার আতঙ্কে’ হৃদরোগে আ.লীগ নেতার মৃত্যু প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় পুলিশের হাতে ‘গ্রেপ্তার আতঙ্কে’ আওয়ামী লীগ এক নেতা ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব খোটামারা গ্রামে নিজ বাড়ি থেকে দৌড়ে পালানোর সময় মারা যান তিনি।

নিহত ব্যক্তির ওই গ্রামের বাসিন্দা মো. তাজুল ইসলাম (৫০)। তিনি খুটামারা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পল্লী চিকিৎসক ছিলেন।  

থানা সূত্রে জানা গেছে, সাদা পোশাকে তিনজন ব্যক্তি তাজুলের বাড়িতে খোঁজাখুঁজি করলে তিনি পুলিশ মনে করে ‘গ্রেপ্তার আতঙ্কে’ বাড়ি থেকে দৌড়ে পালানো চেষ্টা করেন। এ সময় তিনি ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে আসামি ধরতে জলঢাকা থানা থেকে সাদা পোশাকে কোনো পুলিশ পাঠানো হয়নি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।