ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না: বিধান রঞ্জন রায়

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না: বিধান রঞ্জন রায়

ঢাকা: দুর্গাপূজায় এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, দুর্গাপূজা সুন্দরভাবে পালন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ৷

শুক্রবার (১১ অক্টোবর) উপদেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বেইলি রোডে সিদ্ধেশ্বরী শ্রী শ্রী কালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তি ও সৌহার্দের মধ্যে বসবাস করে আসছেন।

সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উৎসবের সঙ্গে পালন করে আসছেন। ধর্ম যার যার, রাষ্ট্রের পক্ষে সবাই সমান। সমাজে কিছু দুষ্কৃতকারী থাকে। অনেকে আশঙ্কা করেছিল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালন করা যাবে কিনা- এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। দুর্গাপূজা সুন্দরভাবে পালন করা হচ্ছে। যদি আমরা সম্প্রীতি ও সংহতি ধরে রাখতে পারি তাহলে দুষ্কৃতকারীরা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পূজা উদযাপন কমিটির সভাপতি নিবাস চন্দ্র মাঝি বক্তব্য রাখেন।  

সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্রের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উদযাপন পরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান তপন মজুমদার।

সাবেক সাধারণ সম্পাদক প্রমিতা সরকার এ সময় উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টা পরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এসকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।