ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতের উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
বাংলাদেশে পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতের উদ্বেগ

ঢাকা: বাংলাদেশে পূজামণ্ডপে হামলা, মন্দিরের অপবিত্রতা ও ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

শনিবার (১২ অক্টোবর) দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনাকে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। এগুলো খুব দুঃখজনক ঘটনা। এ ছাড়া তারা মন্দির এবং দেবতাদের অপবিত্রকরণ ও ক্ষতির একটি নিয়মতান্ত্রিক প্যাটার্ন অনুসরণ করে, যা আমরা বেশ কয়েকদিন ধরে প্রত্যক্ষ করেছি।

বিবৃতিতে আরও বলা হয়, হিন্দু, সমস্ত সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ করে এই শুভ উৎসবের সময়ে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।