ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাঁতিবাজার পূজামণ্ডপে বোতল নিক্ষেপ: ছিনতাই মামলা করবে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
তাঁতিবাজার পূজামণ্ডপে বোতল নিক্ষেপ: ছিনতাই মামলা করবে পুলিশ

ঢাকা: রাজধানীর তাঁতিবাজারের পূজামণ্ডপে বোতল নিক্ষেপের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে সংশ্লিষ্টরা বলছে, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ছিনতাই মামলা করবে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে তাঁতিবাজারের পূজামণ্ডপে এক দুষ্কৃতকারী বোতল ছুড়ে মারে। স্থানীয়রা জানিয়েছে, স্বেচ্ছাসেবকরা হামলাকারীদের ধরতে গেলে তারা সবাইকে ছুরি দিয়ে আঘাত করেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন- দীপ্ত দে (২৬), ঝন্টু ধর (৫০), খোকন ধর (৪০), সাগর ঘোষ (২৬) ও মো. রমিজ উদ্দিন (৩০)। তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আটক হন তিনজন। তারা হলেন- গাইবান্ধার আকাশ (২৩), পটুয়াখালীর মো. হৃদয় (২৩) ও নোয়াখালীর মো. জীবন (১৯)। তারা কোতোয়ালি থানা হেফাজতে আছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে বলেন, শুক্রবার সন্ধ্যায় যে ঘটনা ঘটেছে এটা তেমন কিছু না। পূজা মণ্ডপ লক্ষ্য করে একটা লোক কিছু একটা ঢিল মেরেছে। ধরতে গেলে ৪ স্বেচ্ছাসেবী ও এক পথচারীকে তিনি ছুরি দিয়ে স্টেপ দেন। এতে ৫ জন আহত হন।

মন্দিরের লোকজন জানিয়েছেন, ওই যুবক যে বোতলটি ছুড়ে মেরেছে সেটির মুখে একটি শলতা আছে। যদি বোতলটায় কেরোসিন থাকতো নিচে কোথাও পড়তো। কিন্তু কোথাও পড়েনি। পূজা কমিটি বা আহত তারা নিজেরা বাদি হয়ে মামলাও করবে না। তাই পুলিশ বাদি হয়ে একটি ছিনতাই মামলা করার চিন্তা-ভাবনা করছে। ঘটনাস্থল থেকে তিনজন আটক করা হয়েছে। তারা ছিনতাইসহ অন্যান্য অপরাধে জড়িত থাকতে পারে।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।