ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ইসকন নিষিদ্ধের দাবিতে লোহাগড়ায় বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
ইসকন নিষিদ্ধের দাবিতে লোহাগড়ায় বিক্ষোভ 

নড়াইল: চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ‘সংগ্রামী মুসলিম জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

বক্তারা এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।  

সমাবেশে বক্তব্য রাখেন- লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, লোহাগড়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাফায়াত হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা তাওহীদুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা নুরুল্লাহ, মো. আরিফুজ্জামান হেলালী, হাফেজ মো. শরিফুল ইসলাম, মো. শাহীন আহমেদ, এস কে মিন্টু প্রমুখ।

প্রসঙ্গত, চিন্ময় দাসকে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় ইসকন অনুসারীদের হামলায় আইনজীবী আলিফ নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।