ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকায় ভিয়েতনামের ৮০তম জাতীয় দিবস উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, আগস্ট ৩১, ২০২৫
ঢাকায় ভিয়েতনামের ৮০তম জাতীয় দিবস উদযাপন ঢাকায় ভিয়েতনামের ৮০তম জাতীয় দিবস উদযাপন

ঢাকা: ঢাকায় ভিয়েতনামের ৮০তম জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিয়েতনামের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চুং।

প্রধান অতিথির বক্তব্যে আলী ইমাম মজুমদার বলেন, বিগত ৫ দশক ধরে বাংলাদেশ ও ভিয়েতনামের সম্পর্ক উন্নয়ন ঘটেছে। দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে বিশেষ করে  কৃষি, খাদ্য ওষুধ খাতে সহযোগিতা বেড়েছে। ভিয়েতনাম আমাদের বিশ্বস্ত বন্ধু। আগামীদিনে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে তিনি প্রত্যাশা করেন।

ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চুং বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে অনেক মিল রয়েছে যা উভয় দেশ পারস্পরিকভাবে শিখতে , প্রচার  এবং একে অপরকে সমর্থন করতে পারে। দীর্ঘ ইতিহাসে উত্থান-পতনের সাথে আমাদের সদিচ্ছা অপরিবর্তিত রয়েছে। ৫২ বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী বন্ধুত্বের কারণে, দুটি দেশ একাধিক ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে আসছে এবং ভালো অংশীদার হয়ে উঠেছে। উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। আন্তর্জাতিক ফোরামে প্রতিটি দেশের প্রার্থীতার পক্ষে পারস্পরিক সমর্থন বৃদ্ধি করেছে।  অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে, দুই দেশ বছরের পর বছর ঊর্ধ্বমুখী প্রবণতা প্রত্যক্ষ করছে।  

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা উভয় সরকার এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে অব্যাহত সহযোগিতার জন্য একটি দুর্দান্ত সংকেত। ভিয়েতনাম ও বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষ বর্তমানে এ বছর হ্যানয় এবং ঢাকার সঙ্গে সরাসরি  বিমান চলাচল শুরুর জন্য খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমার বিশ্বাস সরাসরি বিমান চলাচল প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের অংশীদারিত্ব আরও সমৃদ্ধ হবে। ভিয়েতনাম সর্বদা বাংলাদেশের একজন ভালো বন্ধু হয়ে পাশে  থাকবে।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে। এ বছর দেশটি ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।