ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে: এম সাখাওয়াত হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে: এম সাখাওয়াত হোসেন

ঢাকা: সরকার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপদেষ্টা রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল খেলার মাঠ সংলগ্ন পূজা মণ্ডপ, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পূজা মণ্ডপ, বি জি প্রেস পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে অত্যন্ত  আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এবারকার পূজা উদযাপিত হচ্ছে। সরকার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে। পুলিশ আনসারের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ৷ দুর্গাপূজার আনন্দকে আরও বেশি আনন্দময় ও উৎসবমুখর করতে বর্তমান সরকার প্রথমবারের মতো ছুটি বৃদ্ধি করেছে। এবারকার মতো আগামীতেও ছুটি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

বাংলাদেশে কোনো ধর্মীয় বিভাজন নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের ছোট্ট একটি দেশ। আবহমানকাল ধরে আমরা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মিলেমিশে বসবাস করে আসছি। পূজার সময়ে সনাতন ধর্মাবলম্বী বন্ধু-বান্ধবীদের সঙ্গে বিভিন্ন উৎসবে আনন্দ উদযাপন ছিল উৎসবমুখর কিন্তু দুঃখজনক হলেও সত্য সাম্প্রতিক সময়ে উৎসব উদযাপন নিয়ে রাজনৈতিক কারণে গুজব বা আতঙ্ক ছড়ানো হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয়।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিসহ স্থানীয় সনাতন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এসকে/আরএ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।