ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

আজ থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯ এএম, অক্টোবর ১৩, ২০২৪
আজ থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ঢাকা: মা ইলিশ রক্ষায় ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার।  

ইলিশ মাছ ধরা নিষিদ্ধের আগে বাজারে সনাতন ধর্মাবলম্বীদের পূজা ঘিরে এর দাম ছিল আকাশ ছোঁয়া।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সচিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।  

ফরিদা আক্তার বলেন, বৈজ্ঞানিকভাবে এ মাছ সংরক্ষণের দিন নির্ধারণ করা হয়। ইলিশ মাছ সুরক্ষার বিষয়টি পূর্ণিমা ও আমবস্যার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যা ব নজর রাখবে কোথাও থেকে ইলিশ যেন কেউ সংরক্ষণ, আহরণ, পরিবহন ও বিপণন করতে না পারে।  

মন্ত্রণালয় জানায়, যারা ইলিশ মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তাদের এই সময়ের জন্য ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

মৎস্য উপদেষ্টা বলেন, নদী ভরাট ও দখল হওয়ায় ইলিশ মাছ সাগর থেকে নদীতে আসতে পারছে না। এজন্য সবার কাছে অনুরোধ নদী পথটাকে একটু ঠিক হতে দেন। ইলিশ মাছ আসতেও দিতে হবে যেতেও দিতে হবে। এই আসা যাওয়ার পথটা ঠিক না হলে আমরা ইলিশ পাবো না।  

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এমআইএইচ/আরএ

বাংলাদেশ সময়: ১২:৫৯ এএম, অক্টোবর ১৩, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।